১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সখীপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব

-

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল মিয়ার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন তার পরিষদের ৯ জন সদস্য। গত বৃহস্পতিবার তারা লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিভিন্ন সরকারি দফতর বরাবর অনাস্থা প্রস্তাব পেশ করেন। এতে তারা ওই চেয়ারম্যানের নানা অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির ফিরিস্তি তুলে ধরে বিষয়গুলো সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান।
অনাস্থা প্রস্তাবে স্বাক্ষরকারীরা হলেন- আবদুল আজিজ, হাবিবুর রহমান, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মামুন সিকদার, ফজলুর রহমান, বদরুল হাসান বাদল ও মজিবুর রহমান। এছাড়াও অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেন সংরক্ষিত নারী আসনের সদস্য আলিয়া আক্তার।
ইউপি চেয়ারম্যান জামাল মিয়ার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, অশ্লীল কথাবার্তা বলা, অসদাচরণ ও অর্থ আত্মসাৎ, চেয়ারম্যান পদে শপথ গ্রহণের পর থেকেই বিদেশ পাঠানোর নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ, টিসিবি কার্ড দিয়ে টাকা আত্মসাৎ, বিজিএফএর কাজে অনিয়ম, গ্রাম পুলিশ নিয়োগে উৎকোচ গ্রহণ, ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্পের কাজে অনিয়মসহ ১০টি অভিযোগ ওই অনাস্থা প্রস্তাবে কারণ হিসেবে উল্লেখ করা হয়।
তবে সবগুলো অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান জামাল মিয়া বলেন, সুষ্ঠু তদন্ত করলেই সত্য-মিথ্যা স্পষ্ট হয়ে যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটোয়ারী বলেন, জামাল চেয়ারম্যানের বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
৪৭তম বিসিএসের আবেদনের নতুন সময় জানালো পিএসসি জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার আশ্বাস সমাজকল্যাণ উপদেষ্টার মানবসেবার জন্যই হাসপাতাল করেছি : জামায়াত আমির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত চট্টগ্রামে সাবেক এমপি মোতালেবসহ ২৪৮ জনের নামে মামলা চিন্ময়ের জামিন শুনানি জানুয়ারিতেই ২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ১০ এপ্রিল ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৩৪৪ ধবলধোলাই এড়াতে ৩ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ নববর্ষের প্রকাশনা ইসলামী শ্রমনীতির প্রচারে ভূমিকা রাখবে : শামসুল ইসলাম ‘শেখ হাসিনা দেশে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে চায়’

সকল