১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সরিষাবাড়ীতে ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

-

জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন প্রকল্পের ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ (পিআইও) সাতজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলায় আসামিরা হলেন- উপজেলার ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল, সরিষাবাড়ি উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, সরিষাবাড়ী উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা প্রকল্পের (তদারকি কর্মকর্তা) মনিরুজ্জামান, ইউনিয়ন পরিষদ সদস্য ময়না মিয়া, রবিউল ইসলাম, আতিকুর রহমান দুলাল ও সংরক্ষিত নারী ইউনিয়ন পরিষদ সদস্য জাহানারা বেগম।

মামলার এজাহারে উল্লেখ করা হয় ২০২০-২০২১ অর্থবছরে উপজেলার ভাটারা ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য খণ্ডকালীন কর্মস্থান কর্মসূচি (ইজিপিপি) এবং গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পের আওতায় কাজের বিনিময়ে টাকার (কাবিটা) ১৫টি প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার ৬৫ লাখ ৮২ হাজার ২৩ টাকা বরাদ্দ দেয়। এই ১৫টি প্রকল্পের বরাদ্দের টাকায় কোনো কাজ না করে নির্ধারিত শ্রমিকদের মজুরি ভুয়া পরিশোধ দেখানো হয়, যা আসামিরা পরস্পর যোগসাজশে করেন । তদন্তে তাদের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের বিষয়টি প্রমাণিত হওয়ায় গত ২৮ এপ্রিল দুদক জামালপুর সমম্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক জিহাদুল ইসলাম বাদি হয়ে জামালপুর সিনিয়র স্পেশাল জজ আদালতে একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে দুদক জামালপুর সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মলয় কুমার সাহা নয়া দিগন্তকে বলেন, কাজ না করে প্রকল্পের সরকারি টাকা আত্মসাৎ করা হয়েছে। তাই চেয়ারম্যান বাদল ও প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হুমায়ুন কবীরসহ সাতজনের বিরুদ্ধে জামালপুরের বিশেষ সিনিয়র জজ আদালতে দুদক মামলা দায়ের করে।


আরো সংবাদ



premium cement
সিরিয়ায় ইসরাইলি হামলা অব্যাহত শেখ হাসিনা চেয়েছিলেন একক কর্তৃত্ব কায়েম করতে : গোলাম পরওয়ার আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নতুন প্রেসিডেন্ট রচি, সম্পাদক মশিউর সাভারে ন্যূনতম মজুরি বাস্তবায়নে ট্যানারীতে শ্রমিক সমাবেশ ভারতে উপাসনাস্থল নিয়ে আপাতত নতুন মামলা করা যাবে না সিরিয়ার অন্তর্বর্তী সরকারকে যে বার্তা দিলো পশ্চিমতীরের ইসলামী আন্দোলন প্রধান বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চায় না : ড. মঈন খান রাজশাহীতে আরো ২ মামলায় গ্রেফতার সাবেক এমপি আসাদ স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে যেভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের রুখে দিতে হবে : জাহিদ হোসেন পতিত স্বৈরশাসকের জন্য ভারত মায়াকান্না করছে

সকল