০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

-

দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় মানিকগঞ্জের ঘিওর উপজেলা বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক কামরুল হাসান। এর আগে গত বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পৃথক দু’টি নোটিশ দেন।
ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পৃথক দু’টি কারণ দর্শানো নোটিশ আমাদের হাতে পৌঁছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের লিখিত জবাব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বরাবরে নয়াপল্টনের কার্যালয় জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
নোটিশপ্রাপ্ত দুই নেতা হলেন- কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান এবং জেলা বিএনপির সদস্য ও সাবেক ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার লিয়াকত হোসেন।
এ ব্যাপারে আবদুল মান্নান বলেন, দলীয় সিদ্ধান্ত যাই হোক জনগণের অনুরোধে প্রার্থী হয়েছি। দীর্ঘ দিন জনগণের সেবা করে আসছি। জনগণের আবেগ আর ভালোবাসা উপেক্ষা করে এই মুহূর্তে নির্বাচন থেকে সরে গেলে জনগণ আমাকে ভুল বুঝবে।


আরো সংবাদ



premium cement