কাউখালীতে ঝুঁঁকিপূর্ণ ভবনে শিক্ষকদের প্রশিক্ষণ
- কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
- ০৩ মে ২০২৪, ০০:০৫
পিরোজপুরের কাউখালীতে উপজেলা রিসোর্স সেন্টারে ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
উপজেলা সদরের কুচয়াকাঠী গ্রামে ২০০৭ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষক প্রশিক্ষণ নামে উপজেলা রিসোর্স সেন্টার ভবন নির্মাণ করা হয়। নির্মাণ করার পর এক যুগ পার হতেই ভবনটিতে বিভিন্ন স্থান থেকে পলেস্তার খসে পড়ে। ফলে ভবনটি ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ে। দুই কক্ষের এই ভবনটিতে একটি কক্ষে চলে অফিস কার্যক্রম ও অপরটিতে শিক্ষক প্রশিক্ষণ।
এ ছাড়া শিক্ষকদের প্রশিক্ষণ নেয়ার মতো ভালো আর কোনো কক্ষ নেই। প্রশিক্ষণের ছোট এই কক্ষটিতে ১০-১২ জনের মতো শিক্ষক প্রশিক্ষণ নিতে পারেন। কিন্তু সেখানে ৩০ থেকে ৩৫ জন শিক্ষককে এক সাথে গাদাগাদি করে প্রশিক্ষণ নিতে হয়। এ ছাড়া প্রশিক্ষণ কক্ষের আসবাবপত্রগুলো খুবই নড়বড়ে ও জরাজীর্ণ।
গত মঙ্গলবার প্রশিক্ষণ চলাকালে সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ্মরানী চেয়ার ভেঙে ফ্লোরে পড়ে গিয়ে গুরতর আহত হন। তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে উপজেলা রির্সোস সেন্টারের ইনস্ট্রাক্টর (চলতি দায়িত্ব) মাহফুজা খানম জানান, ভবন ও আসবাবপত্রের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা