রফিজ আলী তৃতীয়বারের মতো দোয়ারাবাজারের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত
- দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা
- ০৩ মে ২০২৪, ০০:০৫
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার হাজী কনু মিয়া উচ্চবিদ্যায়ের প্রধান শিক্ষক রফিজ আলী তৃতীয়বারের মতো উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।
গত মঙ্গলবার উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে শ্রেষ্ঠস্থান অর্জনকারীদের ফলাফল প্রকাশ করা হয়। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির আহবায়ক নেহের নিগার তনু এবং দোয়ারাবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব মজিবুর রহমান স্বাক্ষরিত ফলাফল বিবরণী থেকে স্কুল ক্যাটাগরিতে রফিজ আলী শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা