উজিরপুরে তীব্র গরমে শরবত নিয়ে ছুটছে এসএসসি ৯৭ ব্যাচ
- উজিরপুর (বরিশাল) সংবাদদাতা
- ০৩ মে ২০২৪, ০০:০৫
বরিশালের উজিরপুরে তীব্র তাপপ্রবাহে গরমে বিপাকে পড়েছে মানুষ। গতকাল বৃহস্পতিবার বরিশালের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। আর সেই মুহূর্তে সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে পাশে দাঁড়িয়েছে উপজেলার ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ৯৭ ব্যাচের বন্ধু মহল। তারা শরবত, পানি নিয়ে ছুটছেন সাধারণ মানুষের কাছে।
শোলক ইউনিয়নের ধামুরা টেম্পোস্ট্যান্ডে শরবত, স্যালাইন, বিতরণ করেছে এসএসসি ৯৭ ব্যাচ। এই ব্যাচের আজাদ হোসেন বাসার বলেন, অসহ্য এই গরমে মানুষকে স্বস্তি দিতে আমাদের এই উদ্যোগ। পথচারী, রিকশা, ইজিবাইক, ভ্যানচালক, খেটে খাওয়া শ্রমজীবীসহ প্রায় ৩০০ মানুষের মধ্যে শরবত, স্যালাইন, বিতরণ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা