১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বগুড়ায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধাকে হত্যা

-

বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে ফিরোজা বেগম নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ পৌর এলাকার আঁচলাই মহল্লার তাজুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় নিহতের স্বামী তাজুল ইসলাম ছয়জনের নামে শিবগঞ্জ থানায় মামলা করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি আপেলকে গ্রেফতার করে।
মামলা সূত্রে জানা গেছে, তাজুল ইসলামের সাথে তার ভাই-ভাতিজাদের জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাজুল ইসলামের স্ত্রী, ছেলে ও আরেক ভাতিজা অটোরিকশা যোগে রাঙ্গামাটি গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। পথে চক ভোলাখাঁ এলাকায় অপর ভাই ও ভাতিজারা অটোরিকশা থামিয়ে তাদেরকে মারধর করে। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে গতকাল বৃহস্পতিবার সকালে ফিরোজা মারা যান।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বলেন, মামলার দুই নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছে।


আরো সংবাদ



premium cement