সাদুল্লাপুরে কৃষকের ধান কাটা উৎসব
- সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা
- ০১ মে ২০২৪, ০০:০৫
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলাটি ধানের রাজ্য হিসেবে পরিচিত। ইতোমধ্যে কৃষকের আবাদ করা মাঠে দুলছে সোনালি ধান। চলতি বোরো মৌসুমে এ অঞ্চলের ধান কাটা উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে উপজেলা কৃষি বিভাগ। গত সোমবার সকালে উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ মন্দুয়ার গ্রামের কৃষক বাধন চন্দ্রের বোরো খেতে ধান কাটার মধ্য দিয়ে এটি উদ্বোধন
করা হয়।
উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হাবীব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, উপজেলা ভেটেরিনারি সার্জন আব্দুল্লাহেল কাফী, উপজেলা কৃষি কর্মকর্তা মতিউল আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহবুব আলম বসনিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এনামুল কবির, উপজেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ রায়হানুল হক রবার্ট, উপজেলা প্রকল্প কর্মকর্তা রেজাউল করিম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন মণ্ডল প্রমুখ।
সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মতিউল আলম বলেন, চলতি বোরো মৌসুমে এ উপজেলায় ১৫ হাজার ৬২০ হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় এসব কৃষকের খেতের ধান ঘরে তুলতে সর্বাত্মক সহযোগিতা করছে উপজেলা কৃষি অফিস।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা