১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
ট্রাক ড্রাইভার হত্যা ও রড ছিনতাই

মজিবুরের দুই দিনের রিমান্ড মঞ্জুর

-

ট্রাক ড্রাইভার আল-আমিনকে হত্যা করে ট্রাকে থাকা একেএস কোম্পানির রড ছিনতাইয়ের ঘটনায় মধ্য জৌতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ঠিকাদার মজিবর রহমানকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে মজিবুর রহমানকে পুলিশ পাহারায় আদালতে হাজির করা হয়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালত উভয়পক্ষের শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৭ এপ্রিল চট্টগ্রামের আবুল খায়ের ইন্ডাস্ট্রিজের কারাখানা থেকে একটি ট্রাক ১৩ মেট্রিকটন রড নিয়ে বাউফলের কালিশুরী বাজারের উদ্দেশে যাওয়ার পথে ট্রাক ড্রাইভার আল-আমিনকে হত্যা করে ট্রাকসহ ওই রড ছিনতাই করে একদল সন্ত্রাসী। পরে চর তেঁতুলিয়া নদীতে দুই হাত বাঁধা অবস্থায় আল-আমিনের লাশ এবং বাকেরগঞ্জের বোয়ালিয়া বাহাদুরপুর এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা দশমিনা হাজির হাট নৌ-পুলিশের এসআই আল-মামুন বলেন, পুলিশী জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালতের বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।


আরো সংবাদ



premium cement