১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মিরসরাইয়ে অবৈধ সেগুন কাঠসহ কাভার্র্ডভ্যান জব্দ

-

মিরসরাইয়ে বনবিভাগের অভিযানে অবৈধ সেগুন কাঠসহ একটি মিনি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদের নেতৃত্বে একটি টহল দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী থেকে কাঠসহ কাভার্ডভ্যানটি আটক করে। এ সময় ওই কাভার্ডভ্যানে ৯৫ ঘনফুট কাঠ জব্দ করা হয়। মিনি কাভার্ডভ্যান ও জব্দকৃত কাঠসমূহ পরিদর্শন করেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক হারুন অর রশীদ।
এ বিষয়ে মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদ বলেন, চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা এস. এম. কায়চারের নির্দেশে বন রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে বন বিভাগ কর্তৃক মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।

 

 


আরো সংবাদ



premium cement