পাটকেলঘাটায় অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ছাই
- তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
- ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০
সাতক্ষীরার পাটকেলঘাটায় অগ্নিকাণ্ডে কাঠের ডিজাইন মেশিন ও কারখানাসহ তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা বাঁধন কমপ্লেক্সের পাশে এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইনসপেক্টর নূরুল ইসলাম বলেন, আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ক্ষতিগ্রস্ত আলমগীর টিম্বারের স্বত্বাধিকারী আলমগীর বলেন, আগুনে আমার কারখানার মোট ৪৫টি মেশিন, ও ফার্নিচারসহ দুটি মোটরসাইকেল পুড়ে ২ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা