বরিশালে নয়া দিগন্তের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন আজ
- বরিশাল ব্যুরো
- ২৬ এপ্রিল ২০২৪, ০১:১৯
দৈনিক নয়া দিগন্তর বরিশাল বিভাগের সব জেলা প্রতিনিধি ও উপজেলা সংবাদদাতাদের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিনিধি সম্মেলন-২০২৪।
আজ শুক্রবার সকাল ৯টায় বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বরিশাল ব্যুরো চিফ আযাদ আলাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চিফ রিপোর্টার আবু সালেহ আকন, অনলাইন এডিটর মোহাম্মদ হাসান শরীফ, ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মোস্তাফিজুর রহমান, হেড অব মার্কেটিং মো: আনোয়ারুল ইসলাম জয় ও সার্কুলেশন বিভাগের ম্যানেজার মুহা: মিছবাহুদ্দিন হেলাল।
সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বরিশালের মুলাদী আরিফ মাহমুদ কলেজের অধ্যক্ষ ও বরিশাল প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম খসরু, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি কাজী আল মামুন, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, দৈনিক বরিশাল বার্তার সম্পাদক ও স্বাধীনতা ফোরামের আহ্বায়ক আলহাজ নুরুল আমিন, ইসলামী ব্যাংক পিএলসি বরিশাল শাখার ম্যানেজার মো: নুরুজ্জামান, দৈনিক সংগ্রামের বরিশাল ব্যুরো চিফ অ্যাডভোকেট মু. শাহে আলম, আলম বুক স্টলের স্বত্বাধিকারী আলম সিকদার, এম রহমান নিউজ এজেন্সির প্রোপ্রাইটর মো: ফিরোজ আল কামাল, রকি নিউজ এজেন্সির মো: তাওহিদুল ইসলাম রকি এবং এম এম নিউজ এজেন্সির মহসিন মিয়া প্রমুখ।
সম্মেলনে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা