১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
উপজেলা নির্বাচন

সরিষাবাড়ীতে চলছে পাল্টাপাল্টি মোটরসাইকেল শোভাযাত্রা

-

জামালপুরের সরিষাবাড়ীতে গত বুধবার থেকে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। চলছে পাল্টাপাল্টি মোটরসাইকেল শোভাযাত্রা। জমে উঠেছে হিসাব-নিকাশের পালা। কে হচ্ছে উপজেলা চেয়ারম্যান?
বিশিষ্ট শিল্পপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক (আনারস) ও অবসরপ্রাপ্ত কাস্টম কর্মকর্তা তালেব উদ্দিন (দোয়াত কলম) প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় মাঠে প্রচারণায় কাজ শুরু করেছেন। বুধবার কেই উভয় প্রার্থীর সমর্থকরা উপজেলার বিভিন্ন জায়গায় মোটরসাইকেল শোভাযাত্রা ও ভোটারদের সাথে মতবিনিময় করেছেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালেব উদ্দিন (দোয়াত কলম) বলেন, মনোনয়ন দাখিলের পর থেকেই বিভিন্নভাবে বিভিন্নজন আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চেষ্টা করেছে। আমি তা মানিনাই। জীবনের শেষ প্রান্তে এসে আমার ইচ্ছার প্রতিফলন ঘটাতে চাই। তিনি আওয়ামী লীগের একজন সমর্থক বলে দাবি করেন।
চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম রফিক জানান, এলাকায় সাবেক প্রতিমন্ত্রী নুরুল ইসলামের কবরসহ বিভিন্ন নেতা-কর্মীদের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করলাম। অপর দিকে ভাইস চেয়ারম্যান আল আমিন হোসেন শিবলু (তালা) ও গোলাম মোস্তফা (চশমা) প্রতীকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
বসে নেই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জেলী আক্তার (ফুটবল) ও মাহমুদা খাতুন শিখা (কলস)। এরাও দলে দলে ভোট প্রার্থনায় মাঠে নেমে পড়েছেন। সব মিলিয়ে সরিষাবাড়ীতে উৎসব মুখর নির্বাচন শুরু হয়েছে।
ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা (চশমা) তিনি জানান, পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন থেকে সরে যাচ্ছেন বলে জানান।
সরিষাবাড়ী নির্বাচন অফিসার সাকোয়াত হোসেন জানান, ২৩ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার সকাল থেকেই প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।


আরো সংবাদ



premium cement
সিরিয়ার নতুন সরকারের সাথে যোগাযোগ রাশিয়ার সিরিয়ার নতুন শাসকদের প্রতি হিজবুল্লাহপ্রধানের আহ্বান ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের

সকল