লালপুরে অ্যাম্বুলেন্স জোগাড় না হওয়ায় রোগীর মৃত্যু
- লালপুর (নাটোর) সংবাদদাতা
- ২৬ এপ্রিল ২০২৪, ০০:০৫
সঙ্কটাপন্ন অবস্থায় রেফার্ড করলেন চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য নিতে হবে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু অ্যাম্বুলেন্স ভাড়া করার অর্থ নেই, নেয়া হলো বাড়িতে, কিছুক্ষণের মধ্যে মারা গেছেন এক বৃদ্ধ। গত বুধবার উপজেলার গোপালপুর পৌরসভার ভূঁইয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নাটোরে লালপুরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন হজরত আলী। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিক্যালে পাঠান। সেখানে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন ছিল অ্যাম্বুলেন্স। কিন্তু টাকার অভাবে অ্যাম্বুলেন্স ভাড়া করতে পারেননি স্বজনরা। তাই বাধ্য হয়ে রোগীকে বাড়িতে নিয়ে যান। তার ঘণ্টাখানেক পরই চিকিৎসার অভাবে বিষপান করা ওই রোগী মারা যান। হজরত একই এলাকার আব্দুস সোবাহানের ছেলে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা