রাঙ্গুনিয়ায় ৩ দিন ধরে মাদরাসা ছাত্র নিখোঁজ
- রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা
- ২৬ এপ্রিল ২০২৪, ০০:০৫
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গত তিনদিন ধরে কাজী আহমদ চেশমী (১২) নামে মাদরাসার এক ছাত্র নিখোঁজ হয়ে রয়েছে। চেশমী ধামাইরহাট হযরত কাজী ছালেহ আহমদ সুন্নীয়া দাখিল মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।
জানা যায়, উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের পশ্চিম নিশ্চিন্তাপুর জনৈক কাজী সাইফুল বশরের ছেলে কাজী আহমদ চেশমী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাদরাসা বন্ধ থাকায় গত ৭ এপ্রিল বাড়িতে আসে। চেশমীর বাবা কাজী সাইফুল বশর বলেন, ২২ এপ্রিল সন্ধ্যা থেকে চেশমী নিখোঁজ রয়েছে। সে বাড়ির কাউকে কিছুই বলেনি।
পরে আত্মীয়স্বজন ও সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় রাঙ্গুনিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা