চৌগাছায় ১১ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেফতার
- চৌগাছা (যশোর) সংবাদদাতা
- ২৫ এপ্রিল ২০২৪, ০১:০৪
যশোরের চৌগাছায় এগার বছরের এক শিশু ধর্ষণের স্বীকার হয়েছে। এ ঘটনায় ধর্ষক রবিউল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চৌগাছা থানা পুলিশ। গত মঙ্গলবার আটক রবিউল ইসলামকে আদালতে পাঠাােন হয়েছে।
গত সোমবার রাতে উপজেলার জগদীশপুর ইউনিয়নের স্বর্পরাজপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। ধর্ষক রবিউল উপজেলার পাতিবিলা ইউনিয়নের বড় নিয়ামতপুর গ্রামের মৃত শাহাদৎ হোসেন মণ্ডলের ছেলে ও পেশায় ভ্যান চালক।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটি ধর্ষিত হওয়ার আলামত পান এবং মেয়েকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রেফার্ড করেন। ধর্ষক রবিউল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নেয়া হয়।
এ ব্যাপারে চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে চৌগাছা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামি রবিউল ইসলামকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা