১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গলাচিপায় স্ত্রীর স্বীকৃতি দাবিতে তিন সংগঠনের মানববন্ধন

-

পটুয়াখালীর গলাচিপায় গতকাল বুধবার তিনটি সংগঠনের নেতৃত্বে গলাচিপা পৌরসভার কেন্দ্রীয় কালিবাড়ির সামনে মানববন্ধন করা হয়েছে। সংগঠনগুলো হলো- হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও কেন্দ্রীয় কালিবাড়ি পরিচালনা পর্ষদ।
মানববন্ধনের ব্যানারে লেখা ছিল- ‘অনুপম ভুইয়া ও অন্তরা রানী শীলের বিবাহের পারিবারিক ও সামাজিক স্বীকৃতির দাবিতে এ মানববন্ধন’। এতে বক্তব্য দেন কালিবাড়ি কমিটি সভাপতি দিলীপ বনিক, পৌরসভার বনিক সমিতির সাধারণ সম্পাদক তাপস পাল প্রমুখ। সমাধান না হলে আগামী রোববার থেকে অনুপম ভুইয়ার বাড়িতে অবস্থান নেয়া হবে বলে মানববন্ধনে হুঁশিয়ারি দেয়া হয়।


আরো সংবাদ



premium cement