সোনাগাজীতে কৃষকের গরু চুরির হিড়িক
রক্ষা পাচ্ছে না গাভিন গরুও- সাইফুল আলম হিরন সোনাগাজী (ফেনী)
- ২৫ এপ্রিল ২০২৪, ০০:০৫
ফেনীর সোনাগাজীতে কৃষকের গরু চুরির হিড়িক পড়েছে। কৃষকের গাভিন গরুর গোশতও জবাই করে খেয়ে পেলার অভিযোগ উঠেছে। দু-এক দিন পর পর কোনো না কোনো গ্রামে হালের গরু চুরির ঘটনা ঘটছে। এসব ঘটনায় প্রান্তিক কৃষকরা তাদের পশু নিয়ে উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন।
সোমবার গভীর রাতে চরদরবেশ ইউনিয়নের পূর্ব চরসাহাভিকারী প্রবাসী নগর গ্রামে একটি গাভি জবাই করে মৃত বাচুরটি রেখে গোশত চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। অন্য দিকে একই দিন দুপুরে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নে সাত মাস বয়সী জীবিত বাছুরটি রেখে আরেকটি গাভী চুরি করেছে দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত পরিবার, পুলিশ ও এলাকাবাসী জানান, প্রতিদিনের মতো গোয়াল ঘরে গাভিটি রেখে বাড়িতে ঘুমান প্রবাসী নগর গ্রামের কৃষক আকবর হোসেন। গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা গাভিটি চুরি করে মতিগঞ্জ ইউনিয়নের বদরে মোকাম খালের পাড়ে জবাই করে। ঘটনাস্থলে নাড়িভুঁড়ি ও অনাগত মৃত বাছুরটি রেখে গোশত নিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। গাভীটির আনুমানিক মূল্য এক লাখ ১০ হাজার টাকা। শখের গাভীটি হারিয়ে বিলাপ করতে থাকেন কৃষক আকবর হোসেন। তিনি বলেন, এক মাস পর গাভীটির বাছুর ডেলিভারি হওয়ার কথা ছিল। কিন্তু নির্মমভাবে গাভিটি জবাই করে গোশত চুরি করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষক আকবর হোসেন বাদি হয়ে সোনাগাজী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অন্য দিকে সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের দশানী গ্রাম থেকে কাজী শাহজাহান সাবেরের মালিকীয় প্রায় এক লাখ টাকা মূল্যের গাভিটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। দিনদুপুরে গাভীটি চুরি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গাভীর মালিক কাজী শাহজাহান সাবের। তিনি বলেন, সোনাগাজী গরু চুরির যে হিড়িক পড়েছে প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে মানুষ পশু পালন থেকে বিরত থাকতে বাধ্য হবে।
মঙ্গলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল বলেন, শস্যের মধ্যে ভূত আছে তাড়াতে হবে। নিজ নিজ ইউনিয়নের চেয়ারম্যানকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে।
সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলায় গরু চুরির কিছু বিছিন্ন ঘটনা ঘটছে। আমরা ইতোমধ্যে অনেকগুলো আইনের আওতায় এনেছি। বাকি ঘটনাগুলো আইনের আওতায় আনতে আমাদের টিম কাজ করছে।
উল্লেখ্য, প্রতি বছর এ সময় আসলে ওই সব গ্রামে এ ধরনের ঘটনা ঘটে। কৃষক আবুল হোসেন জানান, দুধ বিক্রি করে তার সংসার চলে। সেই দু’টি গাভির একটি গত বছর এ সময়ে অজ্ঞাত দুর্বৃত্তরা চুরি করে খালের পাড়ে নিয়ে জবাই করে খেয়ে পেলে। অপর অন্তঃসত্ত্বা গাভিটি ঠিক এক বছর পর গভীর রাতে একইভাবে দুর্বৃত্তরা চুরি করে নিয়ে গিয়ে একই স্থানে জবাই করে গোশত নিয়ে ছামড়াযুক্ত গাভির মাথা গাছের সাথে ঝুলিয়ে রাখে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা