১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
উপজেলা নির্বাচন

কাউনিয়া ও পীরগাছায় মাঠে লড়বেন ২৭ জন

জামায়াত প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার
-

উপজেলা নির্বাচনে রংপুরে পীরগাছা ও কাউনিয়ায় মাঠে লড়বেন ২৪ জন। এর মধ্যে কাউনিয়ায় ১৩ এবং পীরগাছায় ১৪ জন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে পীরগাছায় জামায়াতে ইসলামীর ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এবং আওয়ামী লীগের একজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। কাউনিয়ায় কোনো প্রার্থীই প্রত্যাহার করেননি।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪-এর রংপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আব্দুলাহ আল মোতাহসিম জানান, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে গত সোমবার পীরগাছায় চেয়ারম্যান প্রার্থী আরিফুল হক লিটন, ভাইস চেয়ারম্যান প্রার্থী মোস্তাক আহমদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মনঝুরী বেগম মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এখন মাঠে থাকলেন ১৪ জন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আবু নাছের শাহ মো: মাহবুবার রহমান, তছলিম উদ্দিন চৌধুরী, আব্দুল্লাহ আল মিলন ও মনোয়ারুল ইসলাম মাসুদ। এ ছাড়া চারজন ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন- শাহ মো: শারেখ খন্দকার জয়, জাফর ইকবাল, আব্দুর রহিম, ফরহাদ হোসেন অনু এবং ছয়জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন, রেহেনা বেগম, শারমীন আখতার, ইসরাত জাহান, জরিনা বেগম, তানজিনা আফরোজ ও মাহমুদা খাতুন।
রিটার্নিং কর্মকর্তা আরো জানান কাউনিয়া উপজেলা নির্বাচন বৈধ হওয়া ১৩ প্রার্থীর মধ্যে কেউই মনোনয়ন প্রত্যাহার করেননি। এ উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী হলেন- আনোয়ারুল ইসলাম মায়া, আব্দুর রাজ্জাক ও হুমায়ুন কবির খান মুকুল। এ ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ছয়জন হলেন- মাহমুদুল হাসান পিন্টু, মনজুদার রহমান মিলন, সুশান্ত সরকার, শফিকুল ইসলাম, জাহাঙ্গীর কবির ও গনেশ কুমার চন্দ্র শর্মা। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- সেলিনা খাতুন, রওশন আরা ও রাবেয়া বেগম ও আঙ্গুরা খাতুন।
রিটার্নিং কর্মকর্তা আরো জানান, পীরগাছা উপজেলায় তিনজন হিজড়াসহ দুই লাখ ৮১ হাজার ৬৯৮ ভোটার কাউনিয়া উপজেলায় দুই হিজরাসহ এখানে ভোটার সংখ্যা দুই লাখ ৪০ হাজার ৫৪৩ জন। প্রতীক বরাদ্দ পেয়ে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা।


আরো সংবাদ



premium cement