০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

নোয়াখালীতে বিয়ের গেট সাজাতে গিয়ে শ্রমিকের মৃত্যু

-

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের গেইটের সাজসজ্জার সময় চেয়ার থেকে পড়ে দ্বীন মোহাম্মদ খোকন (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত সোমবার উপজেলার চরপার্বতী ইউনিয়নের চৌধুরীহাট বাজারের জনপ্রিয় কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। দ্বীন মোহাম্মদ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের ফরাজী বাড়ির মৃত আলী আহমদের ছেলে।
কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী হাফেজ মোশারেফ হোসেন বলেন, সকাল থেকে খোকনকে ভীষণ অসুস্থ দেখা যায়। ধারণা করছি স্ট্রোক করে চেয়ার থেকে পড়ে তার মৃত্যু হয়।
চরপার্বতী ইউপি চেয়ারম্যান কাজী হানিফ আনসারী বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা তাকে বাড়িতে নিয়ে যায়।

 

 


আরো সংবাদ



premium cement