১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রায়পুর পৌর মেয়রের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

-

রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটের বিরুদ্ধে চাঁদা দাবি, ভাঙচুর ও হুমকি-ধমকির অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেছেন বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম। অভিযোগকারী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহকারী কমান্ডার এবং রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের দক্ষিণ কেরোয়া গ্রামের বাসিন্দা।
গত রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়পুর আদালতে বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম পৌর মেয়র গিয়াস উদ্দির রুবেল ভাটসহ ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। অন্য আসামিরা হলো- রায়পুর পৌরসভার বাসিন্দা মহিউদ্দিন বিপ্লব, আলম মিয়া, সবুজ, মাহমুদুন্নবী ও লক্ষ্মীপুর সদর উপজেলার আটিয়াতলী গ্রামের আবু তাহের সাগর। আদালত মামলাটি আমলে নিয়ে রায়পুর থানার ওসিকে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন।
বাদি তার মামলার এজাহারে উল্লেখ করেন, তিনি রায়পুর পৌরসভা থেকে যথাযথ অনুমোদন নিয়ে রায়পুর শহরে মেইন রোড সংলগ্ন নিজস্ব জমিতে একতা টাওয়ার নামে একটি বহুতল ভবন নির্মাণ করে আসছেন। কিছু দিন থেকে পৌর মেয়রের নেতৃত্বে বিবাদীদের দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় গত ৪ মার্চ মেয়রের নেতৃত্বে সব বিবাদিরা নির্মাণাধীন টাওয়ারের স্থলে এসে বাদিকে খুঁজতে থাকে এবং সীমানা প্রাচীরসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে এক লাখ টাকার ক্ষতি সাধন করে। এ ব্যাপারে জানতে চাইলে পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট বলেন, তিনি এ মামলার বিষয়ে কিছুই জানেন না। আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে অপরাধী বলা যাবে না।


আরো সংবাদ



premium cement