চৌদ্দগ্রামে নতুন ঘর পেয়ে খুশি অসহায় পরিবার
- চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
- ২৪ এপ্রিল ২০২৪, ০০:০৫
কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক সংগঠন ‘স্বপ্নপূরণ ফাউন্ডেশনের’ উদ্যোগে আশ্রয়ণ প্রকল্পের আওতায় একটি অসহায় পরিবারের জন্য নবনির্মিত বসতঘর হস্তান্তর করা হয়েছে। এ সময় অসহায় পরিবার ও ঘর নির্মাণে অর্থসহায়তা প্রদানকারী এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া-মুনাজাত করা হয়।
গত সোমবার উপজেলার শুভপুর ইউনিয়নের খামারপুস্করনী গ্রামে আয়োজিত গৃহ ও প্রতীকী চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রধান ইভেন্ট সমন্বয়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনির হোসেন খোকন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোশাররফ হোসেন, ইভেন্ট পরিচালক সাংবাদিক মনোয়ার হোসেন মুন্না, জাহাঙ্গীর হোসেন শাহেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ রাসেল, ঘোলপাশা ইউপি সদস্য রিয়াজ উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ডা: কামরুল ইসলাম, ফাউন্ডেশনের পরিচালক বেলাল হোসেন শাকিল, সাংবাদিক এমদাদ উল্যাহ প্রমুখ।
স্বপ্নপূরণ ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে ধারাবাহিকভাবে করোনাকালীন অসহায়, হতদরিদ্র পরিবারসহ কর্মহীন দিনমজুরদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ, মাস্ক বিতরণসহ বিভিন্ন গ্রামের পাড়া-মহল্লায় মসজিদভিত্তিক বক্স-স্ট্যান্ডসহ হ্যান্ডওয়াশ সামগ্রী স্থাপন করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা