১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বরিশালে ল’ইয়ার্স কাউন্সিলের ঈদ পুনর্মিলনী

-

আইনাঙ্গনে মানুষকে সেবার মাধ্যমে নিজেদেরকে সমাজ পরিবর্তনের মুখ্য ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। তিনি গতকাল বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল বরিশাল বারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, সাধারণ মানুষের বন্ধু হিসেবে আস্থা অর্জন করতে হবে। রমজানের শিক্ষা নিয়ে বছরের বাকি দিনগুলো কাটাতে হবে। মানুষ যেন বিচারপ্রার্থী হিসেবে আইনজীবীদের কাছে এসে হয়রানির শিকার না হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল বরিশাল শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুমের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট আবুল খায়ের শহিদের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বরিশাল মহানগর আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। বক্তব্য রাখেন- সিনিয়র আইনজীবী লুৎফর রহমান মোল্লা, হুমায়ূন কবির মাসউদসহ বরিশাল জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীরা। বরিশাল ব্যুরো।


আরো সংবাদ



premium cement