১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
তিন বছরেও নির্মাণ হয়নি নতুন ভবন

টিনের ছাপরার নিচে দেওয়ানগঞ্জ রেলস্টেশনের অফিস

-

জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার রেলস্টেশনের অফিসিয়াল কাজকর্ম চলছে টিনের ছাপরার নিচে। স্টেশনের নতুন ভবন নির্মাণের জন্য তিন বছর আগে ব্রিটিশ আমলের পুরাতন স্টেশন ভবন ভেঙে ফেলা হয়। এর পর থেকে দীর্ঘ তিন বছর ধরে স্টেশনের প্ল্যাটফর্মে তৈরি টিনের অস্থায়ী ছাপরা ঘরে পরিচালনা করা হচ্ছে রেলস্টেশনের যাবতীয় অফিশিয়াল কার্যক্রম। তীব্র গরমে যাত্রীদের নানা সমস্যার সমাধানসহ অফিশিয়াল কার্যক্রম পরিচালনায় রীতিমতো হিমশিম খাচ্ছেন স্টেশন মাস্টার ও রেলের কর্মকর্তা-কর্মচারীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্টেশনের নতুন নকশা অনুমোদনের জন্য ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ফেব্রুয়ারি-২০২২ সালে নতুন স্টেশন ভবন নির্মাণের জন্য ব্রিটিশ আমলে নির্মিত জামালপুরের দেওয়ানগঞ্জ রেলস্টেশনের পুরাতন ভবনটি ভেঙে ফেলা হয়।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, ৩৯ ডিগ্রি তাপমাত্রায় প্রখর রোদের মধ্যে টিনের চালার নিচে তীব্র গরমে হাঁসফাঁস করছেন স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা। ছাপরা ঘরে গুরুত্বপূর্ণ অফিশিয়াল রেকর্ডপত্র, সিগন্যালের লাল টেলিফোন ও টিকিট বিক্রির টাকা চুরি এবং গুরুত্বপূর্ণ মালামাল ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

ইয়ার্ড মাস্টার আব্দুল মান্নান বলেন, ‘প্রতিটি স্টেশনে ইয়ার্ড মাস্টার, প্রধান স্টেশন মাস্টার, সহকারী স্টেশন মাস্টারের জন্য কক্ষ বরাদ্দ থাকে। নেই যাত্রীদের জন্য গণশৌচাগার এবং খাবার পানির ব্যবস্থা।
স্টেশনের বুকিং সহকারী রাসেল আহমেদ বলেন, স্টেশনে কাজ করতে এসে তীব্র গরমে আমি স্ট্রোক করেছিলাম। ট্রেন যাত্রী সাইফুল আলম জানান, ঈদের পর কর্মস্থলে ফেরা প্রথম শ্রেণির যাত্রীসহ শত শত যাত্রীকে প্ল্যাটফর্মে চরম কষ্টে দাঁড়িয়ে থাকতে হয়েছে।
দেওয়ানগঞ্জ রেলস্টেশনের প্রধান স্টেশন মাস্টার আব্দুল বাতেন বলেন, রেলের গুরুত্বপূর্ণ কাগজ ও জিনিসপত্র অনিরাপত্তায় রয়েছে। টয়লেটের কোনো ব্যবস্থা না থাকায় প্রকৃতির ডাকে সাড়া দিতে আমাদের যেতে হয় অন্যের বাসা-বাড়িতে। তিনি আরো বলেন, সামনে বর্ষা মৌসুমে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মূল্যবান জিনিসপত্র সংরক্ষণ করা কঠিন হবে। তিনি স্টেশন ভবনটি দ্রুত নির্মাণের দাবি জানান।
এ ব্যাপারে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আরিফুজ্জামানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি নয়া দিগন্তকে বলেন, দেওয়ানগঞ্জ স্টেশনে ব্রিটিশ আমলে নির্মিত একটি ছোট্ট ভবন ছিল। ওখানে এখন একটি আধুনিক রেলওয়ে স্টেশন নির্মাণের নকশা প্রণয়ন হচ্ছে। কত দিনের মধ্যে এটি নির্মাণ করা হবে। উত্তরে তিনি বলেন, আধুনিকায়ন করা হচ্ছে তো তাই একটু বেশি সময় লাগছে। তবে দ্রুত সময়ের মধ্যে আধুনিক রেলওয়ে স্টেশন ভবনের কাজ শুরু করা হবে বলে নিশ্চত করেন রেলওয়ের ঊর্ধŸতন এ কর্মকর্তা।


আরো সংবাদ



premium cement
বরখাস্ত সিপাহী শাহীন বাহিনী সম্পর্কে অপপ্রচার করছেন : বিজিবি সব কোচের সাথে যেন সমান বিচার করা হয় : বার্সেলোনা কোচ বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ লাউয়াছড়া বনে পাহাড়িকার চার বগি বিচ্ছিন্ন খুলনায় হাসিনা ফিরে আসার ভিডিও, তদন্তে ৪ সদস্যের টিম বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী পাকিস্তান আরএনপিপিতে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল আধিপত্যবাদমুক্ত একটি ইসলামী কল্যাণরাষ্ট্র উপহার দিবে জামায়াত : গোলাম পরওয়ার বিদেশে চিকিৎসায় বছরে ৫ বিলিয়ন ডলার হারাচ্ছে বাংলাদেশ : গভর্নর সিংগাইরে হিছা খা হত্যা মামলায় গ্রেফতার ২ সেন্টমার্টিনে যাতায়াতে বিধিনিষেধের সিদ্ধান্ত প্রশ্নে হাইকোর্টে রুল

সকল