গোয়ালন্দে বাবা-ছেলেসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা
সরে দাঁড়ালেন বিএনপির দুই প্রার্থী- মেহেদুল হাসান আক্কাছ গোয়ালন্দ (রাজবাড়ী)
- ২৩ এপ্রিল ২০২৪, ০০:৫২
মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে গত রোববার রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে পিতা-পুত্রসহ তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েও দলের সিদ্ধান্ত মেনে মনোনয়নপত্র জমা দেননি বিএনপি দলীয় দুই নেতা।
দ্বিতীয় ধাপে গোয়ালন্দ উপজেলা পরিষদ ৬ষ্ঠ নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে সদ্য মেয়াদ পূর্ণ হওয়া চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুনশী ও তার ছেলে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালক সেলিম মুনশী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক হুমায়ন কবির পলাশ, সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাতেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছালেহা আক্তার বুলবুলি, মোছাঃ নার্গিস পারভীন ও মোছাঃ আফরোজা রাব্বানী অনলাইনে মনোনয়নপত্র জমা দেন।
অপরদিকে চেয়ারম্যান পদে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার মাহবুবুর আলম শাহিন, ভাইস চেয়ারম্যান পদে রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার আদনান নুর ইসলাম নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়ে সরে দাঁড়িয়েছেন। তবে গোয়ালন্দ উপজেলা মহিলা দলের আহ্বায়ক সালেহা আক্তার বুলবুলি মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইঞ্জিনিয়ার মাহবুবুর আলম শাহিন গত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করে আওয়ামী প্রহসনের কারণে নৌকার প্রার্থীর কাছে পরাজিত হন।
গোয়ালন্দ উপজেলা মহিলা দলের আহ্বায়ক সালেহা আক্তার বুলবুলি বিগত নির্বাচনে দুইবার গোয়ালন্দ পৌরসভার মহিলা কাউন্সিলর ও একবার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন।
ইঞ্জিনিয়ার মো: মাহবুবুল আলম শাহিন ও শাহরিয়ার আদনান নুর ইসলাম বলেন, যেহেতু বিএনপি রাজনৈতিক আদর্শের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তাই বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নির্দেশে আমরা উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করছি না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা