গাজীপুরে বনাঞ্চল জবরদখলকারীদের উচ্ছেদের দাবিতে মানববন্ধন
- গাজীপুর থেকে
- ২৩ এপ্রিল ২০২৪, ০০:৫১
বন ও জলবায়ু রক্ষায় গাজীপুরের বনাঞ্চল অবৈধ দখলদারমুক্ত করতে উচ্চ আদালতের নির্দেশ অবিলম্বে বাস্তবায়ন ও অবৈধ করাতকল বন্ধের দাবিতে গত রোববার সকালে গাজীপুর পরিবেশ আন্দোলন (গাপা) ঢাকা বনবিভাগের অধীনস্থ রাজেন্দ্রপুর রেঞ্জ কার্যালয়ের সামনে মানববন্ধন পালন করে।
গাপা সভাপতি ফেডরিক মুকুল বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় এ মানববন্ধনে বক্তব্য দেন, সংগঠনের সহ-সভাপতি মোছাদ্দেকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সবুজ আহমেদ, এনামুল হক, এস এম কামাল প্রমুখ। এ কর্মসূচিতে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেয় স্থানীয় আইনজীবী, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও বিভিন্ন সামাজিক সংগঠন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা