পঞ্চগড়ে জেলা প্রশাসকের গাড়ি ভাঙচুর, যুবক আটক
- পঞ্চগড় প্রতিনিধি
- ২৩ এপ্রিল ২০২৪, ০০:০৫
পঞ্চগড়ে কালেক্টরেট চত্বরের সামনে রাখা জেলা প্রশাসকের সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আবু জাফর নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে বড় পাথর দিয়ে গাড়ির সামনের কাচে আঘাত করে ওই যুবক। আটক আবু জাফর পঞ্চগড় উপজেলা সদরের বানিয়াপাড়া যতনপুকুরী গ্রামের সামসুদ্দীন আহম্মেদের ছেলে।
পুলিশ জানায়, আটক যুবক আবু জাফর জেলা প্রশাসকের সরকারি জিপ পাজেরো স্পোর্টস গাড়িটির সামনের কাচ পাথর দিয়ে ভেঙে ফেলে। তবে কী কারণে গাড়ি ভাঙচুর করা হয়েছে তা জানা যায়নি। এ সময় ওই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ দিকে ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে গাড়িটি সরিয়ে নেয়া হয়।
এ নিয়ে জেলা প্রশাসনের দায়িত্বশীল কেউ কোনো মন্তব্য করেননি। তবে সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহাম্মেদ বলেন, অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা দায়ের হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা