১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নিখোঁজ বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ের সন্ধান দাবি

-

ঈদুল ফিতরের দিন সকাল ৬টায় ঘর থেকে বের হয়ে গতকাল সোমবার পর্যন্ত বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ে সোমা আক্তার (১৯) ঘরে ফেরেনি। গত ১৬ এপ্রিল সদর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়।
মেয়েটি জন্মের পর থেকেই ব্রেইন সমস্যায় ভুগছে। বর্তমানে সে ভারসাম্যহীন। বিভিন্ন ডাক্তার, কবিরাজের চিকিৎসা করিয়েও ভালো করা সম্ভব হয়নি। অসহায় মা-মেয়ের সন্ধানে এখন পুলিশ ও সাংবাদিকদের দ্বারে দ্বারে ঘুরছেন।
মেয়েটি হারিয়ে যাওয়ার সময় তার পরনে সবুজ রঙের পায়জামা ও গোল জামা পরা ছিল। তার ডান হাতের মধ্যমা আঙ্গুলটি কাটা। গায়ের রঙ ফর্সা। চুল কালো এবং লম্বা। লম্বায় ৪ ফুট ৯ ইঞ্চি। সমাজসেবা অধিদফতরের বুদ্ধিপ্রতিবন্ধী হিসেবে তার পরিচয়পত্র রয়েছে।
তারা মুন্সীগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের মানিকপুরের জবেদ আলীর বাড়ির ভাড়াটিয়া। নিখোঁজ হওয়া মেয়ের সন্ধান পেলে ০১৬০৪২২১২২১ এই নাম্বারে অথবা মুন্সীগঞ্জ সদর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement