বুড়িচংয়ে খাল উদ্ধার ও পুনঃখননের দাবিতে মানববন্ধন
- বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
- ২৩ এপ্রিল ২০২৪, ০০:০৫
কুমিল্লার বুড়িচং উপজেলার ভরাট হয়ে যাওয়া এবং বেদখল হওয়া ২০৩টি খাল উদ্ধার এবং পুনঃখনন করার দাবিতে গতকাল সোমবার কুমিল্লা মীরপুর সড়কের বসুন্ধরা চত্বরে সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন ও বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ‘নিরাপদ চিকিৎসা চাই’ বুড়িচং উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন বাচ্চু মোল্লা, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল হক সেলিম ভূঁইয়া, শ্রমিক নেতা ওবায়দুল হক লিটন, মোহাম্মদ সেলিম, রহমত আলী, কুলসুম আক্তার, মাওলানা তৌহিদুর রহমান জিহাদী, কবির হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বুড়িচং উপজেলার খাড়াতাইয়া খালের শ্রেণী পরিবর্তন করে অটোরাইস মিল স্থাপন করা হয়েছে। মানববন্ধন শেষে খালটি উদ্ধারসহ বুড়িচং উপজেলার সব খাল উদ্ধার করে পুনঃখনন করার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা