১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
উপজেলা নির্বাচন

মিরসরাইয়ে চেয়ারম্যান প্রার্থী নয়নের সম্পদ বেশি

-

আগামী ৮ মে মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে সর্বোচ্চ সম্পদ এনায়েত হোসেন নয়নের। তার সম্পদের পরিমাণ প্রায় ছয় কোটি টাকা। তিনি উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক। অন্যদিকে আরেক চেয়ারম্যান প্রার্থী উত্তর জেলা লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানের মোট সম্পদের পরিমাণ ২৮ লাখ টাকার মতো। নির্বাচন কমিশনে জমা দেয়া তাদের হলফনামায় এমন তথ্য পাওয়া গেছে। হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সাইফুল ইসলামের সম্পদ সবচেয়ে বেশি। তার মোট সম্পদের পরিমাণ পাঁচ কোটি টাকা। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের তুলনায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সম্পদের পরিমাণ অনেক কম।
উপজেলা নির্বাচন সূত্রে জানা গেছে, কমিশনে তার দাখিলকৃত হলফনামা অনুযায়ী চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এনায়েত হোসেন নয়নের সম্পদ ছয় কোটি টাকার বেশি। আরেক চেয়ারম্যান প্রার্থী শেখ আতাউর রহমানের ব্যবসায়িক খাতে সাড়ে তিন লাখ, নগদ ১৪ লাখ ও স্বর্ণালঙ্কারসহ স্থাবর-অস্থাবর সম্পদ সর্বসাকুল্যে ২৮ লাখ টাকা। চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস হোসেন আরিফের সম্পদের পরিমাণ ১০ লাখ টাকা, সাবেক হিন্দু কল্যাণ ট্রাস্টি উত্তম কুমার শর্মার সম্পদ প্রায় এক কোটি টাকা। নুরুল মোস্তফার সম্পদের অর্থমূল্য প্রায় ২০ লাখ টাকা। বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র জালাল উদ্দিনের সম্পদের পরিমাণ এক কোটি টাকার বলে হলফ নামায় উল্লেখ করেন।
ভাইস চেয়ারম্যান পদে সাইফুল ইসলামের সম্পদ সর্বসাকুল্যে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা দেখানো হয়েছে। সালাহউদ্দিন আহমেদ দেখিয়েছেন পাঁচ কোটি টাকা।
শেখ সেলিম দেখিয়েছেন দুই কোটি টাকা। আরেক চেয়ারম্যান প্রার্থী সাইফুল আলম খোকন হলফনামায় সম্পদ দেখিয়েছেন প্রায় সাত লাখ টাকা।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ইসমত আরা ফেন্সীর সম্পদ ৩৬ লাখ টাকা। উম্মে কুলসুম কলির প্রায় ২৬ লাখ টাকা। বিবি কুলসুম চম্পা দেখিয়েছেন ১০ লাখ টাকার সম্পদ।


আরো সংবাদ



premium cement
আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নতুন প্রেসিডেন্ট রচি, সম্পাদক মশিউর সাভারে ন্যূনতম মজুরি বাস্তবায়নে ট্যানারীতে শ্রমিক সমাবেশ ভারতে উপাসনাস্থল নিয়ে আপাতত নতুন মামলা করা যাবে না সিরিয়ার অন্তর্বর্তী সরকারকে যে বার্তা দিলো পশ্চিমতীরের ইসলামী আন্দোলন প্রধান বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চায় না : ড. মঈন খান রাজশাহীতে আরো ২ মামলায় গ্রেফতার সাবেক এমপি আসাদ স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে যেভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের রুখে দিতে হবে : জাহিদ হোসেন পতিত স্বৈরশাসকের জন্য ভারত মায়াকান্না করছে ‘অপশক্তিকে রুখে দিয়ে দেশকে বাঁচাতে হবে’ বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে জাতিসঙ্ঘ মহাসচিবের আহ্বান

সকল