১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বগুড়া মহিলাদল নেত্রীর স্মরণে দোয়া মাহফিল

-

বিএনপির জাতীয় নিবাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এবং জেলা মহিলা দলের সভাপতি লাভলী রহমানের স্মরণ সভা ও দোয়া মাহফিল গত শুক্রবার দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। জেলা মহিলা দলের উদ্যোগে সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শাহজাদী লায়লা আরজুমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমা আকতারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা। বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবার রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সহসভাপতি ও সদর উপজেলা সভাপতি এইচএস মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম ও কেএম খায়রুল বাশার, আইনজীবী ফোরাম নেতা মোজাম্মেল হক প্রমুখ। শেষে লাভলী রহমানের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সম্প্রতি বিএনপি নেতা লাভলী রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়ায় ইন্তেকাল করেন। বগুড়া অফিস।


আরো সংবাদ



premium cement