১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তৃণমূল চায় মুকুলকে, মিঠু হাজীর প্রতি নাখোশ ভেড়ামারাবাসী

-

দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ডামাডোল ভালোভাবেই বেঁেজ উঠেছে। নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা মাঠ দাঁপিয়ে বেড়াচ্ছেন। ইতোমধ্যে আওয়ামী লীগের দুইজন ও জাসদের একজন প্রার্থী মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে সবার দৃষ্টি কে হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী। বর্তমান চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু না আবু হেনা মোস্তফা কামাল মুকুল। চুলচেরা বিশ্লেষণও শুরু করে দিয়েছেন সাধারণ ভোটাররাও। তারা নতুন করে আর কোনো ভুল করতে চান না।
ভেড়ামারার উন্নয়নের শর্তে গত নির্বাচনে জাসদ (ইনু)র প্রার্থীকে বাদ দিয়ে তারা বিজয়ী করেছিল আওয়ামী লীগের আখতারুজ্জামান মিঠু হাজীকে। কিন্তু বিগত পাঁচ বছরে উন্নয়ন তো দূরের কথা জনগণের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেননি তিনি। যে কারণে তার উপর নাখোশ ভেড়ামারাবাসী।
অন্য দিকে, পরিবর্তনের আশায় আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী, সুশীল সমাজ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সংগঠনের সভাপতি-সম্পাদক এবং পৌরসভার কাউন্সিলররা চান, কুষ্টিয়া জেলা পরিষদের বারবার নির্বাচিত প্যানেল চেয়ারম্যান, ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হোক।
ভেড়ামারা এবং মিরপুর উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন কুষ্টিয়া-২। এখানে হেভিওয়েট প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে বিশাল ব্যবধানে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের কামারুল আরেফিন। এ নির্বাচনের পর থেকেই জাসদ-আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জাসদ চায় আধিপত্য বিস্তার করে বিজয়ী হয়ে প্রতিশোধ নিতে। এ জন্য তারা মরণ কামড় দিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। তাদের প্রার্থী কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন। তিনি বিগত নির্বাচনে মাত্র কিছু ভোটে পরাজিত হয়েছিলেন।
নানা জটিল সমীকরণের কারণে বর্তমান চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু হাজীর বিকল্প প্রার্থী বা আওয়ামী লীগের বিকল্প খুঁজছে দলীয় নেতাকর্মীরা। সে ক্ষেত্রে দলীয় নেতাকর্মীরা চান কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুলকে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে। তিনি ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি। উপজেলাব্যাপী প্রায় সব অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি করে তার প্রতি নিরঙ্কুশ সমর্থন জুগিয়ে যাচ্ছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।
ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের এক দায়িত্বশীল নেতা বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ আওয়ামী লীগের দখলে রাখতে হলে আবু হেনা মোস্তফা কামাল মুকুলকে প্রার্থী করার বিকল্প নেই। ক্লিন ইমেজের রাজনৈতিক নেতা হিসেবে তার উপজেলাজুড়ে সুনাম রয়েছে। বর্তমান চেয়ারম্যান কেমন উন্নয়ন করেছেন, তা সবারই জানা। মানুষ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এ অবস্থায় তাকেই প্রার্থী করা হলে জাসদসহ অন্য দল চেয়ারম্যানের পদটি ছিনিয়ে নিতে পারে।


আরো সংবাদ



premium cement
পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা জানতে চায় ট্রাইব্যুনাল সুইজারল্যান্ডে থাকা সিরিয়ার হিমায়িত অর্থের পরিমাণ জানালো সুইস সরকার ইসরাইলি হামলায় ২১ জন নিহত : বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ২০২৪ সালে ৫৪ জন সাংবাদিককে হত্যা যাত্রাবাড়ী থানার ওসিকে ১৫ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা ইন্টারনেট বিচ্ছিন্ন করার বিষয়ে পলককে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪.৪৮ পয়েন্ট সিরিয়ায় বাশার সরকারের পতনে ইরানি মুদ্রার মান রেকর্ড তলানিতে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজেছাত্র আহত

সকল