১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গলাচিপায় আবারো ডায়রিয়ার প্রকোপ, শিশুর মৃত্যু

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া রোগীদের ভিড় : নয়া দিগন্ত -

অত্যধিক গরম ও ভ্যাপসা আবহাওয়ায় গলাচিপা উপজেলায় হঠাৎ করে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত ২৪ ঘণ্টায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া আক্রান্ত ২১ জন রোগী ভর্তি হয়েছে। এ দিকে শুক্রবার সন্ধ্যায় ডায়রিয়ায় মীম (১১) নামের এক শিশু মারা গেছে। গলাচিপা সদর ইউনিয়নের দক্ষিণ চরখালী গ্রামের আইয়ুব মাতবারের দুই ছেলে মেয়েদের মধ্যে মীম বড়। সে দক্ষিণ চরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
মীমের চাচা আনছার মাতবার জানান, শুক্রবার দুপুরে মীম কয়েকবার বমি করার পর নিস্তেজ হয়ে পড়ে। সন্ধ্যায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, প্রতিবছর মার্চ-এপ্রিল মাসে ডায়রিয়ার প্রকোপ বাড়ে, যার ব্যতিক্রম ঘটেনি এ বছরও। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যাবিশিষ্ট হলেও প্রকৃতপক্ষে শয্যা রয়েছে মাত্র ১৯টি।
সরেজমিনে দেখা গেল, গতকাল শনিবার স্বাস্থ্য কমপ্লেক্সটিতে মোট রোগীর সংখ্যা ১১৯ জন, যা বেডের চেয়ে ৬ গুণ। ডায়রিয়ায় ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ২১ জন। গত ৭ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১১৫ জন। আর গত এক মাসে ৪১৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১৫ জন, সাত দিনে ১৩৩ জন আর ১ মাসে ৩৬৬ জন।
প্রতিদিনই গড়ে নতুন রোগী ভর্তি হচ্ছে ১৫-২০ জন। ফলে রোগীর চাপ সামলাতে চিকিৎসক-নার্সদের হিমশিম খেতে হচ্ছে। ধারণ ক্ষমতার ৬ গুণ রোগী ভর্তি থাকায় শনিবার স্বাস্থ্য কমপ্লেক্সের মেঝে ও বারান্দায় তিল পরিমাণ ঠাঁই নাই। এ ছাড়া আউটডোর থেকে চিকিৎসা নিয়েছে আরো বেশকিছু রোগী।
ডায়রিয়া আক্রান্তদের মধ্যে শিশু ও নারীর সংখ্যা বেশি। এ ছাড়া, নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছে, এমন রোগীর সংখ্যাও কম নয়। কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ডায়রিয়া রোগীদের জন্য নির্দিষ্ট সংখ্যক শয্যা নির্ধারিত থাকলেও রোগী রয়েছে তার ৩-৪ গুণ। ফলে বাধ্য হয়ে বহু রোগী মেঝে কিংবা বারান্দায় ঠাঁই নিয়েছে।
এ ব্যাপারে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: মেজবাহ উদ্দিন জানান, এ মৌসুমে ডায়রিয়ার প্রকোপ রয়েছে। এ ধরনের রোগ দেখা দিলে সাথে সাথে খাবার স্যালাইন বার বার খেতে দিতে হবে। অসুস্থ হলে বাসাবাড়িতে ও স্থানীয় পল্লী চিকিৎসকের পরামর্শ না নিয়ে তাৎক্ষণিক হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন তিনি।


আরো সংবাদ



premium cement
জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় দণ্ডিত বিএনপি নেতা মিজানুরের জামিন সাবেক ৫ এমপির স্ত্রী-সন্তানসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা জানতে চায় ট্রাইব্যুনাল সুইজারল্যান্ডে থাকা সিরিয়ার হিমায়িত অর্থের পরিমাণ জানালো সুইস সরকার ইসরাইলি হামলায় ২১ জন নিহত : বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ২০২৪ সালে ৫৪ জন সাংবাদিককে হত্যা যাত্রাবাড়ী থানার ওসিকে ১৫ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা ইন্টারনেট বিচ্ছিন্ন করার বিষয়ে পলককে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের

সকল