গৌরনদীতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত
- ২০ এপ্রিল ২০২৪, ০২:৪৪
'প্রাণিসম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ' এ প্রতিবাদ্য নিয়ে বরিশালের গৌরনদীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে এর সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে গত বৃহস্পতিবার সকালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মো: মাহমুদুল হাসান ফরিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মো: মনিরুজ্জামান। শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বিকেলে খামারিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। গৌরনদী (বরিশাল) সংবাদদাতা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা