গলাচিপায় নির্বাচনী মাঠে সম্ভাব্য প্রার্থীরা
- হারুন অর রশিদ গলাচিপা (পটুয়াখালী)
- ২০ এপ্রিল ২০২৪, ০২:০৮
আগামী ২১ মে গলাচিপা উপজেলা নির্বাচনের তারিখ নির্ধারণ হওয়ার পর থেকে পথ প্রান্তর এখন সরগম হয়ে উঠেছে। সম্ভাব্য প্রার্থীরা হাটবাজারে পোস্টার ফেস্টুন টানিয়ে ও ফেসবুকে বিভিন্ন পোস্ট দেয়ার মাধ্যমে তাদের প্রার্থিতা জানান দিচ্ছেন। আওয়ামী লীগের প্রার্থীরা মাঠে সক্রিয় থাকলেও বিএনপি, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রার্থীকে নির্বাচনী মাঠে দেখা যাচ্ছে না। দলীয় প্রতীক না দেয়ায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী নির্বাচনে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
গলাচিপা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে আছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন শাহ, সাবেক চেয়ারম্যান সামসুজ্জামান লিকন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক গাজী মোহাম্মাদ মেহেদী মাসুদ জুয়েল, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মর্জিয়া নিতু। ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ফরিদ আহসান কচিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিফাত হাসান সজিব, ব্যবসায়ী স্বপন বণিক, রেজাউল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের গলাচিপা উপজেলা শাখার দফতর সম্পাদক তহমিনা আক্তার, সদস্য শামিমা আক্তার বীথি, সাবেক যুব মহিলা লীগ নেত্রী সাফিয়া বেগম শিল্পী।
জানা গেছে, উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে পুরুন্দ ভোটার এক লাখ ১৯ হাজার ৭৫১ জন এবং মহিলা ভোটার এক লাখ ১৮ হাজার ৩৪৬ জন। অনলাইনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামীকাল ২১ এপ্রিল। ২৩ এপ্রিল বাছাই, ২৪-২৬ এপ্রিল মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের, ২৭-২৯ এপ্রিল আপিল নিষ্পত্তি, ৩০ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়, ২ মে প্রতীক বরাদ্দ। নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে ২১ মে, মঙ্গলবার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা