১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিভিন্ন স্থানে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী শুরু

-

প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী শুরু হয়েছে। আগামী ২২ এপ্রিল পর্যন্ত চলবে এ সেবা সপ্তাহ ও প্রদর্শনী।
ঝালকাঠি প্রতিনিধি জানান, ঝালকাঠির রাজাপুরে গতকাল চারদিনব্যাপী প্রণিসম্পদ সেবা সপ্তাহ, প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো: মনিরউজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: দীনেশ চন্দ্র। পরে অতিথিবৃন্দ উপজেলার স্থানীয় খামারিদের গবাদিপশুর প্রদর্শনী স্টল ঘুরে দেখেন।
লালমনিরহাট প্রতিনিধি জানান, লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জেলা কালেক্টরেট মাঠে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জাহাঙ্গীর আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাইফুল আরিফিন, পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এ বি এম আরিফুল হক প্রমুখ। প্রদর্শনীতে ৪০টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, কবুতরসহ পশু-পাখি প্রদর্শন করা হয়।
ফরিদপুর প্রতিনিধি ও ভাঙ্গা সংবাদদাতা জানান, ফরিদপুরের ভাঙ্গায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত-এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-০৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। ভাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সানজিদা হকের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তলাত মাহমুদ শাহানশাহ, সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া প্রমুখ।
রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে ওই অফিস প্রাঙ্গণে উদ্বোধনী সভা ও খামারিদের সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান। বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ অফিসার প্রকাশ রঞ্জন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার রবিউল আলম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: খায়ের উদ্দিন, জেলা প্রাণিসম্পদ খামার সমিতির সভাপতি কহিনুর রহমান। সভায় সেরা খামারিদের মাঝে দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ মেশিন বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসক অন্যান্য অতিথিদের নিয়ে প্রদর্শনীতে অংশ নেয়া ৫০টি স্টল পরিদর্শন করে।
সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, সিংগাইর উপজেলায় খামারিদের নিয়ে হাসপাতাল প্রাঙ্গণে শুরু হয়েছে সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা। এ উপলক্ষে গতকাল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসুর সভাপতিত্বে উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: ফারজানা বেগমের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শারমিন আক্তার। আলোচনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রেজাউল করিম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া আক্তার প্রমুখ। প্রদর্শনীতে লাইভ এনিমেল (লার্জ) কর্নার, স্মল কর্নার, এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি, পোল্ট্রি/বার্ডস, এগ প্রোডাক্ট, মিট প্রোডাক্ট, ডেইরি প্রোডাক্ট, পশু খাদ্য, প্রাণিসম্পদ প্রযুক্তি, মেডিসিন কর্ণারসহ ২৩টি স্টল অংশ নেয়। পরে খামারিদের উজ্জীবিত ও উৎসাহিত করার জন্য এ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা জানান, পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে গতকাল উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের মাঠে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। অনুষ্ঠান উদ্বোধন করেন, প্রাণিসম্পদ দপ্তরের জেলা ট্রেনিং অফিসার ডাক্তার নিরোদ বরণ জয়ধর। এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী থানার ওসি হুমায়ুন কবির, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার প্রমুখ। প্রদর্শনীতে ৩৮টি স্টল অংশগ্রহণ করেন।
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর রাণীনগরে প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ আসনের এমপি অ্যাডভোকেট ওমর ফারুক সুমন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন। রাণীনগর উপজেলা প্রাণিসম্পদ প্রাঙ্গণে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ দপ্তর ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রাণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত প্রদর্শনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম। প্রদর্শনীতে খামারিরা ৩০টি স্টলে বিভিন্ন জাতের পশু-পাখি প্রদর্শনে অংশ নেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা জানান, শেরপুরের শ্রীবরদীতে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ ডি এম শহিদুল ইসলাম। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ মেহেদী হাসান।


আরো সংবাদ



premium cement
নতুন সুযোগে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই : মির্জা ফখরুল ‘জাতিকে মেধাশূন্য করতেই ১৪ ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ড’ দ্বিতীয় দফা অভিশংসনের মুখে ইউন সুক মহিপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত আহত বেল্লাল স্বপ্ন দেখেন নতুন বাংলাদেশের আ’লীগ পাক বাহিনীর জুলুমের পুনরাবৃত্তি করেছে : শফিকুল আলম নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘মধ্যপ্রাচ্যকে নিজেদের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’ শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ৮ ডিগ্রিতে

সকল