পিরোজপুরে চুরি হওয়া ৩৪ হ্যান্ডসেট ফেরত দিলেন পুলিশ সুপার
- পিরোজপুর প্রতিনিধি
- ১৯ এপ্রিল ২০২৪, ০০:০৫
পিরোজপুর জেলার বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া ৩৪টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ সুপার। গতকাল বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সদর থানা, নাজিরপুর থানা, ভাণ্ডারিয়া থানা, কাউখালী থানা, মঠবাড়িয়া থানা থেকে চুরি হওয়া ৩৪টি মোবাইল ফোন পুলিশ সুপারের কার্যালয়ে থেকে মোবাইল মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম।
তিনি জানান, পিরোজপুর জেলার বিভিন্ন থানা থেকে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারের জন্য পিরোজপুরের জেলা পুলিশের আইটি দল সব সময়ই কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ৩৪ জন মালিকের কাছে তাদের মোবাইল ফোনগুলো দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে পুলিশ তাদের হাতে তুলে দিচ্ছে। এদের মধ্যে ২০২২ সালের দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পিরোজপুর জেলা পুলিশের আইটি টিম মোবাইল ব্যাংক লেনদেনে প্রতারিত হলে তাদের টাকা উদ্ধারসহ সোশ্যাল মিডিয়ার যেকোনো সমস্যা সমাধানে কাজ করে আসছে। বিশেষ করে ফেসবুকসহ সামজিক যোগাযোগমাধ্যেমে কাউকে হয়রানি বা গুজব প্রতিরোধে দ্রুত ও দক্ষতার সাথে কাজ করে আসছে। এ সময় পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি পুলিশ সুপার) শেখ মোস্তাফিজুর রহমান, পিরোজপুর সদর থানার ওসি মো: আসিকুজ্জামান উপস্থিত ছিলেন।