রাঙ্গাবালীতে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১১
- পায়রাবন্দর (পটুয়াখালী) থেকে সংবাদদাতা
- ১৯ এপ্রিল ২০২৪, ০০:০৫
মাছ ধরাকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। গত বুধবার সকাল ১০ টার দিকে উপজেলা সদর ইউনিয়নের সেনের হাওলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রায় পাঁচ থেকে সাত বছর ধরে সেনের হাওলা গ্রামের বাঁধ ঘাট এলাকার বদ্ধ খালের ভিতরের একটি পুকুরে মাছ ধরা নিয়ে দুটি পক্ষের দ্বন্দ্ব চলছিল। এর এক পক্ষে রয়েছেন হাফেজ আক্কাস, অন্য পক্ষে রাসেল মৃধা। তাদের এ বিরোধ নিয়ে একাধিকবার সালিস বৈঠকও হয়েছে।
স্থানীয়রা জানান, বিরোধী সেই পুকুরে গত বছর মাছ চাষ করার দাবি তুলে বুধবার সকালে মাছ ধরতে যান আক্কাসের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মাছ ধরতে বাধা দেন রাসেল মৃধার লোকজন। এ নিয়ে বাগি¦তণ্ডার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতরা হলেন- সেনের হাওলা বাঁধ ঘাট এলাকার বাসিন্দা জাফর প্যাদা (৫০), হাফেজ আক্কাস (৩৫), রাকিব প্যাদা (২৮), রাশেদ প্যাদা (৩০), ইউনুস প্যাদা (৪৫), হনুফা বিবি (৫৫), খাদিজা বেগম (৩৫), সিয়াম (১৮), সোহাগ প্যাদা (২২), অনিক মৃধা (১৯) ও রনি (২০)। তাদের মধ্যে হাফেজ আক্কাস, হনুফা বিবি, রাকিব, ইউনুস ও জাফরের অবস্থা গুরুতর। তাদেরকে প্রথমে রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে, গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি হেলাল উদ্দিন বলেন, আহতদের পক্ষ থেকে বাদি হয়ে মামলা দেয়ার জন্য বলেছি। ইতোমধ্যে এ ঘটনায় আমরা দুইজনকে আটক করেছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা