কাউখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- ১৯ এপ্রিল ২০২৪, ০০:০৫
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও কৃষি অধিদফতরের আয়োজনে গত বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলার পাঁচটি ইউনিয়নের দুই হাজার ১০০ উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সার ও বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, কাউখালী থানার ওসি হুমায়ুন কবির, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু, উপসহকারী কৃষি কর্মকর্তা পবিত্র কুমার, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ। কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা