সিরাজগঞ্জে বাথরুমে থাকা বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
- সিরাজগঞ্জ প্রতিনিধি
- ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০
সিরাজগঞ্জে বাথরুমে থাকা বালতির পানিতে ডুবে জায়ান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে শহরের ভিক্টোরিয়া স্কুল রোডের সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মরহুম আবু মোহাম্মদ গোলাম কিবরিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জায়ান (২) আবু মোহাম্মদ গোলাম কিবরিয়ার একমাত্র ছেলে সন্তান ছিল।
স্বজনরা জানান, বাসায় জায়ানের মা তার জন্য খাবার তৈরি করছিলেন। এ সময় সবার অগোচরে বাথরুমে প্রবেশ করে বালতিতে থাকা পানিতে উপুর হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পরে জায়ানের মা খাবার নিয়ে রুমের মধ্যে ছেলেকে খুঁজতে খুঁজতে বালতির ভেতরে তাকে ডুবে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। আর একমাত্র সন্তানকে হারিয়ে বাবা ইব্রাহিম এবং মা সিনথিয়া শোকে বারবার মূর্চ্ছা যাচ্ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা