০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

বগুড়ায় পুলিশ পরিচয়ে ট্রাকভর্তি কলা ছিনতাই গ্রেফতার ৪

-

বগুড়ার শিবগঞ্জে গত সোমবার দুপুরে পুলিশ পরিচয়ে কলা ভর্তি একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গত মঙ্গলবার দুপুরে নিপেন হোসেন নামে এক কলা ব্যবসায়ী থানায় মামলা দায়েরের পর চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে উপজেলার মহাস্থান গড়ে ট্রাক ছিনতাইয়ের ঘটনাটিন ঘটে।
শিবগঞ্জ থানার ওসি আবদুর রউফ জানান, কুষ্টিয়ার দৌলতপুরের নিপেন হোসেন নামের এক কলা ব্যবসায়ী ট্রাকে করে ২৭০ ঘাউর কলা বিক্রি করতে রোববার বগুড়ার শাজাহানপুর থানার নয় মাইল হাটে আসেন। কিন্তু হাটে পৌঁছাতে দেরি হওয়ায় তিনি সেদিন কলা বিক্রি করতে পারেননি। পরের দিন সোমবার শিবগঞ্জের মহাস্থান চণ্ডিহারা হাটে কলা বিক্রির উদ্দেশ্যে তিনি একটি ট্রাকে কলা নিয়ে মহাস্থান গড়ে আসেন।

সেখানে ওভার পাসের নিচে গাড়ি পার্কিং করে ড্রাইভারসহ তারা ভাত খেতে যান। পরে গাড়ির কাছে ফিরে এলে আলামিন, দেলোয়ার ও সৈকত নামের তিন যুবক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে কলাগুলো চোরাই দাবি করে। এ সময় নিপনকে হুমকি দিয়ে পাশের গুদামঘরে নিয়ে গিয়ে আটকে রেখে মারধর করে মোবাইল কেড়ে নেয় এবং কলাগুলো জোর করে ৬১ হাজার টাকায় তারা ডাবলু মিয়া নামের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়।
একপর্যায়ে ট্রাক ড্রাইভার রিগান হোসেন কৌশলে বিষয়টি থানা পুলিশকে জানালে উপজেলার রায়নগর ইউনিয়নের নাগরবন্দর এলাকার একটি কলা পাকানোর ঘরে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া কলা, ট্রাক এবং ট্রাক ড্রাইভারকে উদ্ধার করে পুলিশ। সেই সাথে কলার ক্রেতা ডাবলু মিয়াকেও গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার সকাল ১০টার পর অভিযুক্ত তিন যুবক আলামিন, দেলোয়ার ও সৈকতসহ গ্রেফতার ডাবলুর বিরুদ্ধে থানায় মামলা হয়। অভিযুক্ত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আরো সংবাদ



premium cement
তিন জেলা জজকে বদলি ‘প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে’ খাল ভরাট না করেই পূর্বাচলে হবে পাতাল মেট্রোরেলের কন্সট্রাকশন ইয়ার্ড ঝালকাঠি জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি সায়েম ও সম্পাদক এনামুল ছাত্রশিবিরকে জড়িয়ে ছাত্রদলকর্মীর উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ সিরাজদিখানে মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১ গাজীপুরে গণতন্ত্র মঞ্চের কার্যালয় ভাংচুরের অভিযোগের প্রতিবাদ বিএনপির বাটা নিয়ে এল ভার্চুয়াল স্নিকার ট্রাই-অন সুবিধা সিদ্ধিরগঞ্জে শেখ রেহানা-জয়-পুতুলের বিরুদ্ধে মামলা পূর্ব সুন্দরবনের শেলারচরে শীতে জেলের মৃত্যু সাবেক প্রতিমন্ত্রী শরীফ ও বক্ষব্যাধির কর্মকর্তা সাজ্জাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সকল