দিরাইয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু
- সুনামগঞ্জ প্রতিনিধি
- ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০
সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে মালেক নুর (৪৫) ও আবদুন নুর (৪০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার পর মধুরাপুর ও রসুলপুর গ্রামের পাশের হাওরে পৃথক বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
মৃত মালেক নুর দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের মৃত উকিল আলীর ছেলে। আব্দুন নুর কুলঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, চার সন্তানের জনক মালেক নুর হাওরে পাকা ধান মাড়াইয়ের কাজ করছিলেন। মাগরিব নামাজের পর হঠাৎ কালবৈশাখীর সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের আঘাতে মালেক নুর মাটিতে লুটিয়ে পড়েন। তাকে পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎক মালেক নুরকে মৃত ঘোষণা করেন।
অন্য দিকে ওই একই সময়ে কুলঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামের আবদুন নুর হাওর থেকে বাড়িতে ফেরার পথে বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দিরাই থানার ওসি মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, বজ্রপাতে মৃতের খবর পেয়েছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা