নিখোঁজ সন্তান সাইদুলকে না পেয়ে পরিবার দিশেহারা
- পাটগ্রাম (লালমনিরহাট ) সংবাদদাতা
- ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাইদুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তির সন্ধান না পেয়ে তার পরিবার এখন দিশেহারা। সাইদুল পাটগ্রাম পৌরসভার দক্ষিণ বেংকান্দা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। স্বজনরা জানান, গত ১০ জানুয়ারি দুপুরে বাড়ি থেকে বের হয়ে সাইদুল আর বাড়িতে ফিরেনি। নিখোঁজের সময় তার পরনে ছিল লাল লুঙ্গি, গায়ে সবুজ পাঞ্জাবি, মাথায় সাদা টুপি এবং পায়ে জুতা। সাইদুলের রঙিন চোখ, চুল সাদা পাকা, উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং হাত খোঁড়া। সাইদুলের মা সাহিমা খাতুন জানান, সাইদুল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। সে মাঝে মাঝে বাড়ি থেকে বের হয়ে গেলেও আবার ফিরে আসত। সুস্থ থাকা অবস্থায় সে পাটগ্রাম বাজারে ট্রাকসহ বিভিন্ন যানবাহনে শ্রমিকের কাজ করত। এ বিষয়ে কোনো হৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেলে তার বাবার মোবাইল নম্বরে (০১৭৩৬-৪৪৩৮৪৯) সন্ধান দিতে আবেদন জানানো হয়েছে। এ ব্যাপারে আব্দুস সাত্তার পাটগ্রাম থানায় জিডি করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা