শেরপুরে ট্রাকচালক ও শ্রমিকদের ৬ দফা দাবি
- শেরপুর প্রতিনিধি
- ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০
শেরপুর জেলা ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান চালক ও নির্যাতিত শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন ও ৬ দফা দাবি আদায় এবং সদ্য অপসারিত সভাপতি আরিফ রেজার অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার শেরপুর পৌর শহরের গৌরীপুর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমেদ লিখিত বক্তব্যে বলেন, বিগত ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ত্রিবার্ষিক নির্বাচনে অনিয়ম ও অসাংগঠনিকভাবে আরিফ রেজা সভাপতি নির্বাচিত হন। এর পর থেকেই জেলার ট্রাকচালক ও শ্রমিকদের মধ্যে শুরু হয় নানা মতবিরোধ ও বিশৃঙ্খলা। এ ছাড়াও সংবাদ সম্মেলনে ৬ দফা দাবিগুলো তুলে ধরা হয়। তাদের দাবি মানা না হলে আগামী ২৫ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত শ্রমিকরা নিজ নিজ কর্ম হতে বিরত থাকবে। এ দাবি বাস্তবায়িত না হলে অনির্দিষ্ট কালের জন্য কর্ম বিরতি করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা আব্দুস সামাদ, সিনিয়র সহসভাপতি বাদশা মিয়া, সাধারণ সম্পাদক হোসেন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণ চক্রবর্তী নারু, সিনিয়র সহসাধারণ সম্পাদক আবুল হাশেম প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা