১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হোসেনপুরে অষ্টমী স্নানোৎসবে পুণ্যার্থীর ঢল

-

কিশোরগঞ্জের হোসেনপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু সম্প্রদায়ের অষ্টমী স্নানোৎসবে এবার লক্ষাধিক পুণ্যার্থীদের ঢল নেমেছে। ব্রহ্মপুত্র নদের দুই পাড়ে পুণ্যার্থীদের মিলন মেলায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। গতকাল মঙ্গলবার সকাল থেকেই পুণ্যার্থীরা এ স্নানোৎসবে অংশ নেন। স্থানীয় হিন্দু মহাজোটের সভাপতি ডা: সনজিৎ চন্দ্রশীল জানান, আগত পুণ্যার্থীদের সুষ্ঠুভাবে স্নানোৎসব সম্পাদনের জন্য জোটের পক্ষ থেকে সব রকমের প্রস্তুতি সম্পন্ন করা হয়। যার মধ্যে ছিল স্নান ঘাটের সংস্কার, কাপড় পরিবর্তন কক্ষ নির্মাণ, অস্থায়ী টয়লেট নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা করা ইত্যাদি। পাশাপাশি পুণ্যার্থীদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে সার্বক্ষণিক মাঠে ছিল হোসেনপুর ও পাগলা থানা পুলিশ। স্থানীয় পুরোহিতরা জানান, এ বছর পুণ্যস্নানের লগ্ন শুরু হয় গত সোমবার বিকেল ৪টা ২০ মিনিটে। আর শেষ মঙ্গলবার বিকেল ৪টা ৫৬ মিনিটে।

 


আরো সংবাদ



premium cement