১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
আজো হয়নি দোয়ারাবাজারের খাসিয়ামারা সেতু

প্রতিশ্রুতি ও প্রতীক্ষায় কেটে গেছে ৫৩ বছর

উপজেলার খাসিয়ামারা নদীর লিয়াকতগঞ্জ-বাংলাবাজারে খেয়াঘাটের বাঁশের চাটাই বর্ষায় ভেসে : নয়া দিগন্ত -

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী লক্ষ্মীপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ-বাংলাবাজার খেয়াঘাটে খাসিয়ামারা নদীর ওপর একটি সেতু নির্মাণ আজো হয়ে ওঠেনি। এখানে স্থায়ী একটি সেতু না থাকায় প্রতিনিয়তই ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হয় উপজেলার দুই ইউনিয়নবাসীর। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি থাকলেও স্বাধীনতার এই ৫৩ বছরেও তাদের সেই দাবি পূরণ হয়নি।
এতটা বছর ধরে একটি বাঁশের সাঁকো ও নৌকা দিয়েই খাসিয়ামারা নদী পারাপার হতে হচ্ছে দুই পাড়ের মানুষদের। এতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। সময়মতো নৌকা না পেয়ে গভীর রাতে শোনা গেছে পারাপারের জন্য অপেক্ষায় থাকা অসহায় রোগীদের আর্তচিৎকার।
নিয়মিত যাতায়াতকারী অনেকেই জানান, নদীর দুই পাড়ের দুই ইউনিয়নের মানুষের মধ্যে নিবিড় বন্ধন থাকলেও খাসিয়ামারা নদী তাদের আত্মার বন্ধনকে বিচ্ছিন্ন করে দিয়েছে। নদী পারাপারের জন্য একমাত্র সেতুবন্ধ নৌকা ও বাঁশের সাঁকো। কিন্তু বর্ষাকালে এই নদী পারাপারে তাদের দুর্ভোগ যেন কয়েকগুণ বেড়ে যায়। উভয়পাড়ে রয়েছে কয়েকটি উচ্চবিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা, কিন্ডারগার্টেন ও সাপ্তাহিক হাটবাজার। এলাকাবাসীর দাবি দু’টি ইউনিয়নের মোহনায় টেকসই একটি সেতু নির্মাণ করে দেয়া হোক। এতে নদীর দুই পাড়ের মানুষের সেতুবন্ধন আরো দৃঢ় হবে।
লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদির বলেন, শুকনো মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে শিক্ষার্থীরা যাতায়াত করতে পারলেও বর্ষায় শুরু হয় চরম দুর্ভোগ। ফলে বেশির ভাগ শিক্ষার্থীই শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া আসা বন্ধ করে দেয়। অনেক শিক্ষার্থী নৌকা ও বাঁশের সরু সাঁকো দিয়ে নিতান্ত ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করে। এতে অনেক শিক্ষার্থী প্রাণ হারিয়েছে এই নদীতে।
উপজেলা এলজিইডি প্রকৌশল অধিদফতরের প্রকৌশলী আব্দুল হামিদ বলেন, সেতুটি নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে শিগগিরই সেতুটি নির্মাণের পদক্ষেপ নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
বিস্ফোরণে আফগান শরণার্থীবিষয়ক মন্ত্রী নিহত জাতি ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা অবশ্যই ব্যর্থ হবে : আমিরে জামায়াত অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ জিয়াউল করিম জাতিসঙ্ঘের আরো জোরদার সহযোগিতার আহ্বান ঢাকার আওয়ামী লীগ একটি পাপিষ্ঠ দলের নাম : মাসুদ সাঈদী বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : কুলাউড়ায় আ’লীগ নেতা আজাদ গ্রেফতার খুনকে অপমৃত্যু হিসেবে রেকর্ড করলেই ওসি দায়ী : ডিএমপি কমিশনার সিরিয়াকে বশে রাখতে দামেস্কের কাছে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করতে চায় ইসরাইল ভারতের সাথে বিদ্যুৎ নিয়ে চুক্তিগুলো বাতিল সহজ নয় : রিজওয়ানা হাসান গৌরনদীতে মাদককারবারির কারাদণ্ড ভারতের আগরতলা অভিমুখে লংমার্চ, ভৈরবে বিএনপির পথসভা

সকল