১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তাড়াশে আগাছানাশকে পুড়ে যাচ্ছে ধান ক্ষেত্র

-

সিরাজগঞ্জের তাড়াশে আগাছানাশক প্রয়োগ করে এক কৃষক ক্ষতির মুখে পড়েছেন। ওই আগাছা নাশক প্রয়োগের ফলে তার ক্ষেতের বোরো ধান পুড়ে যাচ্ছে।
উপজেলার সগুনা ইউনিয়নের সগুনা গ্রামে ওই কৃষক জানান, আগাছানাশক প্রয়োগের পর তার ক্ষেতের ধানের সবুজ পাতা প্রথমে নেতিয়ে পড়ে। তারপর ধীরে ধীরে লালচে হয়ে এখন মরার উপক্রম হয়েছে। এতে আমি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছি।
রমিজুল ইসলাম নামে ওই কৃষক জানান, তিনি সাড়ে তিন বিঘা জমি বর্গা নিয়ে বোরো ধানের আবাদ করেন। বর্তমান জমির ধানগুলো বেশ বড় সরো হয়ে উঠছে। সেই সাথে জমিতে আগাছা দেখা দেয়। তখন উপজেলার একটি কীটনাশকের দোকান থেকে আমাকে আগাছানাশক প্রয়োগ করতে বলেন। আমি ওষুধটি কিনে এনে জমিতে স্প্রে করি। এর পর থেকেই ঘটে বিপর্যয়। জমির ধানের সবুজ পাতা প্রথমে নেতিয়ে পড়ে। তার পর ধীরে ধীরে লালচে হয়ে এখন মরার উপক্রম হয়েছে।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা কৃষি অফিসার আবদুল্লাহ আল মামুন জানান, বিষয়টি অনুসন্ধানের জন্য আমি উপ-সহকারী কর্মকর্তা তাইজুল ইসলামকে পাঠিয়েছি। তিনি প্রতিবেদন দিলে বিস্তারিত জানাতে পারবো।


আরো সংবাদ



premium cement