বাবুগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
- বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
- ০৮ এপ্রিল ২০২৪, ০০:০৫
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশালের বাবুগঞ্জ উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির উদ্যোগে গত শনিবার বিকেলে মাধবপাশা ইউনিয়নের পূর্ব রহমতপুর জামিয়া কাছেমিয়া হাফিজিয়া মাদরাসায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান নান্টু। বিশেষ অতিথি ছিলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সফিউল আজম, বাবুগঞ্জ যুবদলের সাবেক সভাপতি আওলাদ হোসেন।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরত হোসেন কচি তালুকদারের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা কৃষকদলের সভাপতি আরিফুর রহমান রতন তালুকদার, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিলন খান, মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম সরদার, আগরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশারব হোসেন প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা