এতিমদের মধ্যে খান বাহাদুর এহিয়া ওয়াক্ফ এস্টেটের ঈদের পোশাক বিতরণ
- ০৮ এপ্রিল ২০২৪, ০০:০৫
সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ সিদ্দিকী বলেছেন, এতিম শিশুদের পিতা-মাতা নেই। তাদেরকে এতিম না ভেবে অভিভাবকের দায়িত্ব নিয়ে সহযোগিতার মাধ্যমে পাশে দাঁড়াতে হবে। সরকার এতিমদের সুশিক্ষায় শিক্ষিত করতে ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সারা দেশে এতিমখানার মাধ্যমে কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি ঈদুল ফিতর উপলক্ষে এতিমদের মধ্যে খান বাহাদুর এহিয়া ওয়াক্ফ এস্টেটের ঈদের পোশাক বিতরণ একটি প্রশংসনীয় কাজ। তিনি এই ওয়াক্ফ এস্টেটের মতো অন্যান্য সামাজিক সংগঠন ও দানশীল ব্যক্তিদেরকে এতিম শিশুসহ বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
বিভাগীয় কমিশনার গতকাল রোববার হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে খান বাহাদুর এহিয়া ওয়াক্ফ এস্টেটের উদ্যোগে আল মদিনা শিশু একাডেমি এতিমখানার ছাত্রদের মধ্যে ঈদ উপহার পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হবিগঞ্জের জেলা প্রশাসক মোছা: জিলুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রিয়াংকা পাল। বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, খান বাহাদুর এহিয়া ওয়াক্ফ এস্টেটের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মহিউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, এস্টেটের বিশেষ সহায়ক কর্মকর্তা শাহীদ মোবারক, এস্টেটের ম্যানেজার আব্দুর রহমান, নায়েব সিরাজুল ইসলাম খান, ফয়েজ আহমেদ, এইচ এম আমীর আলী প্রমুখ।
অনুষ্ঠানে ৫০ জন এতিমের মধ্যে পোশাক বিতরণ করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকীসহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা