লংগদুতে সেনাজোনের শুভেচ্ছা উপহার বিতরণ
- লংগদু (রাঙ্গামাটি) সংবাদদাতা
- ০৮ এপ্রিল ২০২৪, ০০:০৫
রাঙ্গামাটির লংগদুতে পবিত্র ঈদুল ফিতর ও পাহাড়িদের বিজু অনুষ্ঠান উপলক্ষে অসহায় দুস্থ পরিবারদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করেছে লংগদু সেনাজোন।
গতকাল রোববার সকাল ১১টায় লংগদু জোনের মাল্টি পারপাস সেড হল রুমে চার শতাধিক পাহাড়ি বাঙালি অসহায় দুস্থ পরিবারের মাঝে ঈদ ও বিজু উপলক্ষে শুভেচ্ছা উপহার তুলে দেন লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, জোনের উপঅধিনায়ক আহমদ ফারসাদ কবিরসহ কর্মকর্তাবৃন্দ।
শুভেচ্ছা উপহার বিতরণকালে জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী নিবেদিত। সাধারণ মানুষের মৌলিক বিষয়গুলো স্বয়ংসম্পন্ন থাকলে, দেশ উন্নয়নে এগিয়ে যেতে সহায় হবে।
অন্যদিকে, সেনাবাহিনীর এমন উদ্যোগের প্রশংসা করেন সুবিধাভোগীরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা